ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এজিয়ান সাগরে নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজিয়ান সাগরে নৌকাডুবিতে ১৮ জনের প্রাণহানি ছবি: সংগৃহীত

ঢাকা: তুর্কি উপকূল থেকে ঝুঁকিপূর্ণভাবে এজিয়ান সাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় ১৮ শরণার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় দিনগত রাতে এ নৌকাডুবির ঘটনা ঘটে বলে শনিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে তুর্কি সংবাদমাধ্যমে জানানো হয়।

শরণার্থীরা গ্রিসের ক্যালিমনস দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল বলে খবরে জানানো হয়েছে।

এ ঘটনায় ১৪ শরণার্থীকে উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। উদ্ধারকৃতরা সিরিয়া, ইরাক ও পাকিস্তান থেকে সেখানে গিয়েছিল বলে জানানো হয়েছে খবরে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।