ইসলামাবাদ: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার নতুন প্রধান নিযুক্ত হয়েছেন আয়মান আল জাওয়াহিরি। আল কায়েদার পক্ষ থেকে বৃহস্পতিবার এ খবর নিশ্চিত করা হয়েছে।
২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন। বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই জাওয়াহিরিই যে এ জঙ্গি সংগঠনটির পরবর্তী নেতা হতে যাচ্ছেন তা অনেকেই বলেছিলেন।
জঙ্গিদের একটি ওয়েবসাইটে এক বিবৃতিতে জানানো হয়, ‘শেখ ড. আয়মান আল জাওয়াহিরি এখন থেকে আল কায়েদার প্রধান। সংগঠনের আমির (নেতা) হিসেবে দায়িত্ব পালনে আল্লাহ তাকে পথ নির্দেশনা দিন। ’
ওই বিবৃতিতে সতর্ক করে দিয়ে আরো বলা হয়, আল কায়েদা এই নতুন নেতার দিকনির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাবে।
বিবৃতিটি প্রকাশিত হয় আল কায়েদার কেন্দ্রীয় গণমাধ্যম আল ফাজরের মাধ্যমে এবং বিবৃতিতে সংগঠনের নেতৃস্থানীয়দের উদ্ধৃত করা হয়েছে।
মিশরে জন্মনেওয়া জাওয়াহিরি বহুদিন থেকেই ওসামা বিন লাদেনের ডেপুুটি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ কারণেই বিন লাদেনের মৃত্যুর পর তাকেই সম্ভাব্য নেতা বলে ধারণা করা হচ্ছিল।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুন ১৬, ২০১১