ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্বাস্থ্য পরীক্ষা শেষে ম্লাদিচ আবারো কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৬, ২০১১
স্বাস্থ্য পরীক্ষা শেষে ম্লাদিচ আবারো কারাগারে

হেগ: কুখ্যাত সেব্রেনিৎসা হত্যাকা-ের প্রধান হোতা সাবেক সার্ব সেনা প্রধান রাতকো ম্লাদিচকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারো কারাগারে পাঠানো হয়েছে। হেগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কারাগারে নেওয়ার আগে বুধবার তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।


 
আদালতের একজন মুখপাত্র বলেন, ‘বসনিয়ার সাবেক এ সার্ব সেনা প্রধানকে হেগের একটি বিশেষ কারাগারে অন্তরীণ রাখা হয়েছে। একজন মানুষ থাকতে পারে এমন একটি কক্ষে তাকে প্রতিদিন রাতে আটক রাখা হচ্ছে। তার ঘরে ইন্টারনেট সুবিধা ছাড়া একটি কম্পিউটার এবং যুগোসøাভিয়ার জাতীয় চ্যানেল চলে এমন একটি টেলিভিশন দেওয়া হয়েছে। ’

ম্লাদিচের আইনজীবি বলেন, ‘ম্লাদিচকে গ্রেপ্তার করার পর গত মাসে তার দু‘টো স্ট্রোক হয়। ’

১৯৯৫ সালের জুলাইয়ে ম্লাদিচের নেতৃত্বে ৭ হাজার ৫০০ মুসলিম পুরুষ ও বালককে নির্বিচারে হত্যা করা হয়। এর পর বিচারের হাত থেকে বাঁচতে ১৬ বছর তিনি পালিয়ে বেরিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।