ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও যুদ্ধে যাবেন প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১১
আবারও যুদ্ধে যাবেন প্রিন্স হ্যারি

ঢাকা: চলতি বছরেই ব্রিটিশ অ্যাপাচি হেলিকাপ্টারের পাইলট হিসেবে আবারও আফগানিস্তানে যুদ্ধ করতে যাচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি। ব্রিটিশ বিমান বাহিনীর লেফট্যানেন্ট পদের একজন রাজকীয় মুখপাত্র এ কথা জানিয়েছেন।

জঙ্গিবিমান ও হেলিকপ্টার দিয়ে আকাশ পথে আক্রমণের ওপর ১০ মাসের প্রশিক্ষণ সম্পন্ন করে আফগানিস্কানে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার এ সিদ্ধান্ত নিয়েছেন হ্যারি।

তবে ব্রিটিশ অ্যাপাচি হেলিকপ্টার চালনা ও আফগানের পাহাড়ী অঞ্চলে হেলিকপ্টার হামলা চালোনোর বিশেষ প্রশিক্ষণের জন্য আরও ৭ মাস তাকে অপেক্ষা করতে হবে।

একজন এলিট পাইলট হিসেবে আফগানিস্তানে আবারো ফিরতে পরছেন বলে বেশ খুশি হ্যারি। তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে আমাকে যারা মনোনিত করেছেন আমি তাদের আস্থার সম্মান দিতে চাই। ’

অপরদিকে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, শুধু উচ্চস্তরের দুই শতাংশ পাইলটরা এপাচি হেলিকপ্টারের দায়িত্ব পেয়ে থাকেন। দক্ষতার জন্য বরং রাজকীয় সম্মানের কারণেই হ্যারিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে ২০০৭-০৮ সালে আফিগানিস্তানের হেলমান্দ প্রদেশে দশ সাপ্তাহের জন্য হ্যারিকে নিয়োগ করা হয়েছিল্। কিন্তু সেখানে তার অবস্থানের খবর প্রকাশ হয়ে গেলে তাকে সেখান থেকে ব্রিটেনে ফিরিয়ে আনা হয় ।

তবে এবার বিমানের পাইলট হিসেবে পুনরায় যুদ্ধে অংশগ্রহণের কারনে তাকে খুব সহজে চিহ্নিত করা যাবে না বলে  আশা করছেন ব্রিটিশ সেনা মুখপাত্র।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।