ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ পিকেকে বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
তুরস্কে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ পিকেকে বিদ্রোহী নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: তুরস্কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ৪০ জন পিকেকে বিদ্রোহী নিহত হয়েছে। এ নিয়ে গত পাঁচদিনে ১০২ জন পিকেকে বিদ্রোহী নিহত হলো।



নিরাপত্তা বাহিনী ও সেনা সূত্রের বরাত দিয়ে রোববার (২০ ডিসেম্বর) এ তথ্য জানানো হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। অভিযান ও পিকেকে’র পাল্টা আক্রমণে অন্তত দুই তুর্কি সেনা ও পাঁচ বেসামরিক লোকও নিহত হয়েছে।

এর আগে শনিবার (১৯ ডিসেম্বর) তুর্কি সেনাবাহিনী জানায়, পিকেকে বিরোধী অভিযানে ৭০ জন বিদ্রোহী নিহত হয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ট্যাংকসহ প্রায় ১০ হাজার সেনা নামানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।