ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মহাশূন্যে বানর পাঠাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১৬, ২০১১
মহাশূন্যে বানর পাঠাবে ইরান

তেহরান: এই গ্রীষ্মেই  মহাকাশে জীবন্ত বানর পাঠানোর পরিকল্পনা করেছে ইরান। বুধবার রাসাদ-১ নামে একটি কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ শেষে এ ঘোষণা দেওয়া হলো।


 
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।

এ বছরের ২৩ জুলাই থেকে ২৩ আগস্টের মধ্যেই দ্য কভোশগার-৫ নামে রকেটটি উৎক্ষেপণ করা হবে। ২৮৫ কেজি ওজনের ক্যাপসুল বিশিষ্ট রকেটটি একটি জীবন্ত বানর বহন করবে। ইরানের মহাশূন্য সংস্থার প্রধান হামিদ ফাজেলি জানান, রকেটটি ভূ-পৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটারি উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করবে।

এর আগে ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ মহাকাশে বানর বহনে সক্ষম একটি ক্যাপসুল তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেন। সেই সঙ্গে দেশে তৈরি এরকম আরো চারটি নমুনা তৈরিরও ঘোষণা দেন তিনি। এগুলো ২০১২ সালের মার্চের আগেই উৎক্ষেপণ করা যাবে বলে তারা আশা করছেন।

২০২০ সালের মধ্যে মহাশূন্যে মানুষ পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে বানরের মতো কোনো বড় প্রাণী পাঠানো হচ্ছে বলে জানান ফাজেলি।

এর আগে ২০১০ সালে কাভোশগার-৩ রকেটে করে ইরান ইঁদুর, কচ্ছপ এবং পোকা পাঠিয়েছিল।

মি. ফাজেলি আরো জানান, আগামী অক্টোবরের মধ্যে দেড় বছর মেয়াদি একটি স্যাটেলাইট ভূ-পৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুন ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।