ঢাকা: পশ্চিম আফ্রিকার জঙ্গি সংগঠন বোকো হারাম আতঙ্কে নাইজেরিয়াসহ এর প্রতিবেশি দেশগুলোর স্কুল থেকে ঝরে পড়েছে দশ লাখেরও বেশি শিশু। জঙ্গিদের উপর্যুপরি হামলায় স্কুল বন্ধ হয়ে যাওয়া, আতঙ্কে শিশুদের স্কুলে না যাওয়ার প্রবণতাই এর জন্য দায়ী বলে মনে করছে জাতিসংঘ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, চলমান সহিংসতায় নাইজেরিয়া, চাদ, নাইজার ও ক্যামেরুনে দুই সহস্রাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। এছাড়া শতাধিক স্কুল হামলায় ধ্বংস হয়ে গেছে।
এছাড়া হত্যা, অপহরণ, জোরপূর্বক বিয়ে ও যৌন নিপীড়নে বোকো হারামের প্রধান টার্গেট এই শিশুরাই। এ কারণেও আতঙ্কে অনেক পরিবার তাদের সন্তানদের স্কুলে পাঠানোই বন্ধ করে দিয়েছে বলে জানানো হয়েছে ইউনিসেফ’র প্রতিবেদনে।
বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচ