ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান যুদ্ধে এবার প্রিন্স হ্যারির অ্যাপাচে মিশন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১১
আফগান যুদ্ধে এবার প্রিন্স হ্যারির অ্যাপাচে মিশন

লন্ডন: আফগানিস্তানে তালিবানবিরোধী যুদ্ধে আবারও যোগ দিচ্ছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। এবারে তিনি এ যুদ্ধে আসছেন হামলাকারী অ্যাপাচে হেলিকপ্টারের পাইলট হিসেবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগের কর্তাব্যক্তিরাতো বটেই, রানী এলিজাবেথেরও সম্মতি মিলেছে প্রিন্স হ্যারির জন্য।

সেনাবিভাগে ক্যাপ্টেন ওয়েলস নামে পরিচিত ২৬-এ পা দেওয়া এই যুবক রাজপুত্র এরই মধ্যে অ্যাপাচের উড্ডয়নে যোগ্যতার প্রমান রেখেছেন। এবার আফগানযুদ্ধে তার স্বপ্নপূরণের পালা। যুদ্ধে ফিরে অ্যাপাচে উড়িয়ে লক্ষস্থলে হেলফায়ার ক্ষেপনাস্ত্র ছুঁড়ে মারাই হবে তার অন্যতম কাজ। এছাড়াও পদাতিক বাহিনীকে উপর থেকে নিরাপত্তা দেওয়াও হবে তার দায়িত্ব। তবে এর পাশাপাশি অস্ত্রচালনায় আরও কিছু প্রশিক্ষণ নিচ্ছেন হ্যারি।

হ্যারির এ উদ্যোগকে সাহসী পদক্ষেপ বলেই উল্লেখ করছে ব্রিটেনের সংবাদমাধ্যম। দ্য সান বলছে, মৃত্যুর সমস্ত ঝুঁকি নিয়েই যুদ্ধের এই পথে পা বাড়াচ্ছেন হ্যারি। তালিবান জঙ্গিরা ভূমি থেকে গুলি করে অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস করতে পারে যে কোনো সময়।

যুদ্ধের প্রতিটি মিশনেই হ্যারির সঙ্গে থাকবে একটি পিস্তল ও এসএ৮০ বিধ্বংসী রাইফেল, যুদ্ধ সাজ, মরফিন ও প্রয়োজনীয় রসদ, যা তাকে টিকে থাকার সর্বোচ্চ সুবিধা দেবে।

সেনা কোর-এর একটি সূত্রকে উদ্ধৃত করে দ্য সান বলছে, ‘এ ধরনের হামলা চ’ড়ান্তভাবেই বিপজ্জনক। কোনোভাবে অ্যাপাচে হেলিকপ্টারে ক্রটি দেখা দিলে তাও হ্যারির জন্য বয়ে আনবে সমূহ বিপদ।
আর এসব বিপদ ও ঝুঁকির কথা জেনেও সাহসী হ্যারি যুদ্ধে ফেরারই প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে ২০০৮ সালে প্রিন্স হ্যারি আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে যুদ্ধে অগ্রবর্তী দলের বিমান নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। সেবার আফগান যুদ্ধে ১০ সপ্তাহ কাটান তিনি।

গত এপ্রিলে হ্যারিকে অ্যাপাচে উড়ানোর যোগ্যতা অর্জনকারী হিসেবে ব্যাজ পরানো হয়। তবে চ’ড়ান্তভাবে কাজে নামার আগে তাকে নিতে হবে আরও কঠোর কিছু প্রশিক্ষণ।

অ্যাপাচে নিয়ে অতি উচ্চতায় কিংবা অতি নীচে দিয়ে চলার যোগ্যতা এবং রাত্রীকালে মাটির ছোঁয়াছুয়িতে অ্যাপাচে চালানোর ক্ষমতা।

এ লক্ষ্যে পরবর্তী ৮ সপ্তাহ যুক্তরাষ্ট্রে আমেরিকান কমব্যাট পাইলটদের সঙ্গে মরু অঞ্চলে ফ্লাইং মক মিশনে অংশ নিচ্ছেন হ্যারি।
বাংলাদেশ সময় ১৫৩২ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।