ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লাদেনের মতো জওয়াহিরিকেও হত্যা করা হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১৭, ২০১১
লাদেনের মতো জওয়াহিরিকেও হত্যা করা হবে: যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন: আলকায়েদার নতুন প্রধান ড. জওয়াহিরির নেতৃত্বকে খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। লাদেনের তুলনায় জওয়াহিরি অনেকটাই নিস্প্রভ এবং তাকেও লাদেনের ভাগ্য বরণ করতে হবে।

লাদেনের মতোই তাকে হত্যা করা হবে বলে জানায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।

২ মে পাকিস্তানের গ্যারিসন শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানে নিহত হন আলকায়েদার প্রতিষ্ঠাতা প্রধান ওসামা বিন লাদেন। বিন লাদেন নিহত হওয়ার পর থেকেই জওয়াহিরিই যে এ জঙ্গি সংগঠনটির পরবর্তী নেতা হতে যাচ্ছেন তা অনেকেই বলেছিলেন।

বৃহস্পতিবার আলকায়েদার কেন্দ্রীয় গণমাধ্যম আল ফাজর থেকে এক বিবৃতিতে শেখ ড. আয়মন আল জওয়াহিরিকে আলকায়েদার নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়। এর পরপরই জওয়াহিরির নেতৃত্বকে খারিজ করে তাকে একই কায়দার হত্যা করা হবে বলে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

৫৯ বয়সী জওয়াহিরিকে যুদ্ধের অভিজ্ঞতাহীন ‘আর্মচেয়ারের জেনারেল’ বলেও সম্মোধন করে মার্কিন প্রশাসন। তার শুধুমাত্র আধ্যাত্মিক ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে। কিন্তু একই সাথে আলকায়েদার মধ্যে তার বিভেদকারী চরিত্রও স্পষ্ট। যার ফলে আলকায়েদা যেকোনো মুহুর্তে ভেঙ্গে যেতে পারে বলেও জানায় মার্কিন প্রশাসন।

যুক্তরাষ্ট্রের উর্দ্ধতন সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, ‘জওয়াহিরিকেও লাদেনের মতো একই কায়দায় শিক্ষা দেয়া হবে। ’

মুলেন আরও বরেন, ‘একটা সফল অভিযানের মাধ্যমে বিন লাদেনকে আমরা খুজে বের করে হত্যা করেছি। ঠিক একইভাবে জওয়াহিরিকেও আমরা হত্যা করবো। ’
 
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রথমত আমি মনে করি আলকায়েদার এই ঘোষণা প্রমাণ করে যে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। আলকায়েদা নিজেকে বাঁচিয়ে রাখতে তৎপর। আর তাই তারা বদলি লোক খুজছে। ’

জওয়াহিরির নাম যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় আছে। ১৯৮১ সালে মিশরে জঙ্গি কর্মকান্ড পরিচালনা এবং প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা চেষ্টার অভিযোগে তিন বছরের জেল হয়।

জওয়াহিরি ১৯৮০ সালের মাঝামাঝি মিশর থেকে পালিয়ে পাকিস্তানের পেশোয়ারে চলে যান। পরবর্তীতে তিনি আফগানিস্থানে লাদেনের গঠিত বাহিনীতে যোগ দেন।  

বহুদিন থেকেই জওয়াহিরি ওসামা বিন লাদেনের ডেপুটি হিসেবে কাজ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ১৭ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।