ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া সঙ্কট: উত্তরের শহরগুলোতে প্রবেশ করছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জুন ১৭, ২০১১
সিরিয়া সঙ্কট: উত্তরের শহরগুলোতে প্রবেশ করছে সেনাবাহিনী

দামাস্কাস: বিদ্রোহীদের হটিয়ে দেশের উত্তরাঞ্চলের দুই শহরে প্রবেশ করছে সিরীয় সেনারা। গত সপ্তাহে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনরুদ্ধার অভিযান শুরুর পর শুক্রবার ট্যাংক, সাঁজোয়া যান এবং বাস নিয়ে তারা ওই দুটি শহরে প্রবেশ করে।


 
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সেনারা মারাত আল নুমান এবং খান শেইখুনে জড়ো হচ্ছে। এই জায়গা দু’টো রাজধানী দামাস্কাস এবং আলেপ্পোর সংযোগ সড়কের মাঝে অবস্থিত।

এর আগে অভিযান শুরুতে সিরীয় সেনারা জিশর আল শুঘুরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেনা অভিযানের সময় এ শহর থেকে পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়া কয়েক হাজার মানুষকে বৃহস্পতিবার শহরে ফেরার আহ্বান জানিয়েছে সরকার।

এদিকে সিরিয়াতে রক্তপাত এবং নিরীহ মানুষ হত্যা বন্ধ করতে জোরালো আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

সিরিয়াতে গণবিক্ষোভ শুরুর পর থেকে গত তিন মাসে রক্তক্ষয়ী সংঘর্ষে সরকারি বাহিনীর হাতে অন্তত ১  হাজার ১০০ মানুষ প্রাণ হারিয়েছে বলে জানায় জাতিসংঘ।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়, প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাই রামি মাকলুফ তার ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব ছেড়ে চিন্তা ভাবনা করছেন এবং ব্যবসার মুনাফা দাতব্য কাজে দান করবেন।

টেলিভিশনে আরও বলা হয়, ‘দেশে চাকরির ক্ষেত্র সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে যেন অবদান রাখতে পারে সেভাবে ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। তবে ব্যক্তিগত লাভের জন্য রামি নতুন করে আর কোনো উদ্যোগ নেবেন না।

প্রেসিডেন্ট বাশার আল আসাদের চাচাত ভাই রামি মাকলুফকে সিরিয়ার অর্থনীতিতে সবচেয়ে প্রভঅবশালী ব্যক্তিত্ব বলে মনে করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।