ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাবার ঘরে ১২ কোটি রুপি, ৯৮ কেজি সোনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১১
বাবার ঘরে ১২ কোটি রুপি, ৯৮ কেজি সোনা

ঢাকা: ভারতের ধর্মগুরু মৃত সত্য সাঁই বাবার ব্যক্তিগত বৈঠকখানা থেকে পাওয়া গেছে ৯৮ কেজি স্বর্ণ ৩০৭ কেজি রৌপ্য ও প্রায় ১২ কোটি রুপি।

পুত্তাপার্থিতে প্রশান্ত নিলয়ামে সাঁই বাবার আশ্রমে পাওয়া এসব স্বর্ণ ও রুপি গুনতে ২০ জনের ৩৬ ঘণ্টা সময় লেগেছে।



সাঁই বাবার ব্যক্তিগত সহযোগী ও সাঁই বাবা ট্রাস্টের সদস্য সত্যজিৎ দু’জন জ্যেষ্ঠ বিচারকের উপস্থিতিতে শুক্রবার বিকেলে যেজুর মন্দিরে সাঁই বাবার নিজস্ব বৈঠকখানার তালা খুলে এ বিপুল পরিমান সোনা, রূপা ও রুপি উদ্ধার করা হয়।

ইনকাম ট্যাস্ক বিভাগের অনুমোদিত একজন বিশেষজ্ঞ স্বর্ণ, রৌপ্য ও অলংকারগুলো পরীক্ষা করে দেখেন।

গত ২৪ এপ্রিল সাঁই বাবা মারা যান। এর আগে সাঁই বাবা অসুস্থ থাকার সময় গত মার্চে কক্ষটি তালাবদ্ধ করা হয়েছিল। তখন তিনি একটি স্থানীয় হাসপাতালে অবস্থান চিকিৎসাধীন ছিলেন।

ট্রাস্ট সদস্য ও সাঁই বাবার নাতি আরজে রতনকার জানান, ‘যেজুর মন্দিরে যে কেশ রুপি পাওয়া গিয়েছে তা ভারতের কেন্দ্রীয় ব্যাংকে সাই বাবা ট্রাস্টের একাউন্টে জমা হবে।

বাংলাদেশ সময় ১২১২ ঘন্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।