ওয়াশিংটন: লাদেনের ওপর থেকে সকল অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। লাদেনের মৃত্যু নিশ্চিত হবার পরেই এ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।
২ মে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক অভিযানে বিশেষ নেভি সিল বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদে সাবেক আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে।
যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের কেন্দ্রীয় আদালতের বিচারপতি লুইস কাপলান লাদেনের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ গ্রহণ করে লাদেনকে সকল অভিযোগ হতে অব্যাহতি দেওয়ার এ আদেশ দেন।
এই আদেশের ফলে বিগত ১৩ বছর ধরে লাদেনের বিরুদ্ধে হওয়া সকল মামলার অবসান ঘটলো।
উল্লেখ্য ১৯৯৮ সালে তানজিনিয়া ও কেনিয়ায় আলকায়েদার বোমা হামলার অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ওসামা বিন লাদেনকে অভিযুক্ত করে মামলা করা হয়। এ সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ১২ জন নাগরিকসহ মোট ২০০ জন নিরীহ মানুষ মারা যায়।
পরবর্তীতে ১৯৯৮ সালের ৭ আগষ্ট পূর্ব আফ্রিকায় যুক্তরাষ্ট্রের দুটি দূতাবাসে বোমা হামলা, ২০০০ সালে যুক্তরাষ্ট্রের ইউএসএস কোল নামের রণতরীতে আত্মঘাতী বোমা হামলা এবং ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী বিমান হামলার অভিযোগে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়।
বাংলাদেশ সময় ১৬০০ ঘন্টা, জুন ১৮, ২০১১