ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শরণার্থী সংকট

২০১৬ সালে জার্মানির পুনর্বাসন ব্যয় ৩২ বিলিয়ন ইউরো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
২০১৬ সালে জার্মানির পুনর্বাসন ব্যয় ৩২ বিলিয়ন ইউরো ছবি: সংগৃহীত

ঢাকা: দেশে প্রবেশ করা শরণার্থীদের পুনর্বাসনে ২০১৬ সালে ৩২ দশমিক ৩ বিলিয়ন ইউরো (২ লাখ ৭৮ হাজার ৫৬৫ কোটি টাকা) ব্যয়ের পরিকল্পনা করছে জার্মানির কেন্দ্র ও রাজ্য সরকারগুলো।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশটির জাতীয় দৈনিক ‘ডিয়ে ওয়েল্ট’ এ তথ্য জানিয়েছে।



খবরে জানানো হয়, শরণার্থীদের পুনর্বাসনে রাজ্য সরকারগুলো ১৭ বিলিয়ন ইউরো (১ লাখ ৪৬ হাজার ৬১০ কোটি টাকা) ব্যয়ের পরিকল্পনা করেছে। আর কেন্দ্র সরকার পরিকল্পনা করেছে ১৫ দশমিক ৩ বিলিয়ন ইউরো (১ লাখ ৩১ হাজার ৯৫৫ কোটি টাকা) ব্যয়ের।

শরণার্থী সংকট মাথাচাড়া দেওয়ার বেশ আগে থেকেই জার্মানি শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের কাছে আবাসনের জন্য কাঙ্খিত দেশ।

চলতি বছর সংকট মাথাচাড়া দেওয়ার পর জার্মান সরকার দেশে দশ লাখ শরণার্থী প্রবেশ করতে দেবে বলে সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।