ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু বোমাও আমাকে হটাতে পারবে না: গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১১
পরমাণু বোমাও আমাকে হটাতে পারবে না: গাদ্দাফি

ত্রিপোলি: ‘পরমাণু বোমাও আমাকে হটাতে পারবে না। লিবিয়া আমাদের দেশ।

আমাদের দেশে আমরা আছি এবং থাকবো। ’ শুক্রবার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই দৃঢ়সঙ্কল্প উচ্চারণ করেছেন লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি।

ন্যাটোর নেতৃত্বে পশ্চিমা মিত্রবাহিনী এ মাসের শুরু থেকেই গাদ্দাফিকে হত্যার জন্য রাজধানী ত্রিপোলিতে একাধিকবার শক্তিশালী বিমান হামলা চালিয়েছে।

এ পর্যন্ত ন্যাটো বাহিনীর বিমান হামলায় ত্রিপোলিতে গাদ্দাফির কম্পাউন্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে।

টিভিতে দেখানো হয়, লিবীয় এই নেতা ত্রিপোলির গ্রিন চত্বরে ন্যাটোর হামলার বিরুদ্ধে বিক্ষোভরত কয়েক হাজার সমর্থকের উদ্দেশে এক অডিও বার্তায় বলছেন, ‘এই প্রথমবারের মতো ন্যাটো একটি সশস্ত্র জাতির মুখোমুখি হয়েছে। তাদের পরাজিত করা হবে এবং তাদের মিত্রদেরও পরাজিত করা হবে। ’

এসময় লিবিয়ার বিদ্রোহী সেনাদের দেশদ্রোহী বলেও অভিহিত করেন গাদ্দাফি।

গাদ্দাফির অডিও বার্তাটি লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারের পর তা বারবার প্রচার করা হয়।

এদিকে লিবিয়ার বিদ্রোহী সেনারা রাজধানী ত্রিপোলির পূর্বদিকে হামলা জোরদার করেছে। সিøতানে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ভারি গোলা বিনিময় হচ্ছে বলেও জানা গেছে।
 
বিদ্রোহী বাহিনী এই শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে রাজধানী শহরকে চারিদিক থেকে ঘিরে ফেলতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।