ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে অজ্ঞাতরোগে ১৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১১

পাটনা: বিহারের মুজাফফরপুর জেলায় অজ্ঞাত রোগে গত পাঁচদিনে ১৩টি শিশুর মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা শনিবার এ তথ্য জানিয়ে বলেন, এর মধ্যে পাঁচটি শিশু গত ৪৮ ঘণ্টার মধ্যে প্রাণ হারিয়েছে।



শিশুমৃত্যুর খবর নিশ্চিত করে একজন জেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, অজ্ঞাত রোগে আক্রান্ত ৫০টিরও বেশি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

জেলা সিভিল সার্জন এপি সিং বলেন, ‘এখনও পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। তবে এটা ‘এনসেফালাইটিস’ (মস্তিষ্কে প্রদাহ) অথবা অন্য কোনো অজানা রোগ হতে পারে। তবে সবকিছু বলা যাবে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর। ’

রোগ যাতে ছড়াতে না পারে সেজন্য জেলা প্রশাসন সর্বোচ্চ সতকর্তা জারি করেছে। স্থানীয় লোকেরা এই রোগকে ‘চামকি কি বিমারি’ বলছে এবং এর লক্ষণ এনসেফালাইটিসের সঙ্গে মিলে যাচ্ছে।

তবে যেসব শিশু এই রোগে আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেকেরই অল্প সময়ের জন্য কাঁপিয়ে জ্বর আসে এবং তারপরেই তারা অজ্ঞান হয়ে যায়। এর পর আর জ্ঞান ফেরে না।

রাজ্য স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রগুলো বলছে, বিহারে এনসেফালাইটিস নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। অজ্ঞাত এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পেয়ে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের মুখ্য সচিব অমরজিত সিং  শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি জানান, পাটনা থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল আজ (শনিবার) আরো তদন্তের জন্য নমুনা সংগ্রহ করছেন।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, জুন ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।