ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে জাতিসংঘের ২ নারী পুলিশের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
হাইতিতে জাতিসংঘের ২ নারী পুলিশের মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র হাইতিতে জাতিসংঘের পুলিশ বাহিনীর দুই নারী সদস্যের মরদেহ উদ্ধার কর‍া হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ ডিসেম্বর) তাদের অস্থায়ী ব‍াসভবন থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।



হাইতিতে নিযুক্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুসতাহ’র বরাত দিয়ে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

মিনুসতাহ’র পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে হাইতিতে অবস্থান করা ওই দুই নারী পুলিশ সদস্যের মরদেহ তাদের বাড়িতে পাওয়া গেছে। কিন্তু তারা কোন দেশের নাগরিক সে বিষয়ে কিছু জানা যায়নি। জানা যায়নি তাদের মৃত্যুর কারণও।

জাতিসংঘভুক্ত ৪৫টি দেশের নারী পুলিশ সদস্যরা বিশাল শান্তিরক্ষী বাহিনীতে কাজ করছেন।

তাদের মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে মিনুসতাহ ও হাইতি কর্তৃপক্ষ একযোগে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।