ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ন্যাটোর হামলায় ৫ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুন ১৯, ২০১১
লিবিয়ায় ন্যাটোর হামলায় ৫ বেসামরিক নিহত

ত্রিপোলি: লিবিয়ায় ন্যাটোর ক্ষেপনাস্ত্র হামলায় ৫ বেসামরিক নাগরিক প্রান হারিয়েছে। রাজধানী ত্রিপোলির একটি বাড়িতে ন্যাটোর হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় লিবিয়া কর্তৃপক্ষ।



‘লিবিয়ার আবাসিক অঞ্চল সুক আল জুমার একটি তিনতলা ভবনে এ হামলা চালানো হয়। হামলায় ভবনটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলেও জানায় লিবিয়া কর্তৃপক্ষ। ’
 
স্থানীয় প্রতিনিধিরা বলছে হাসপাতালে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে।

ন্যাটো বলেছে, ‘সারারাত ধরে ত্রিপোলির উত্তরাংশে ভূমি থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ক্ষেপনাস্ত্র ছোড়া হয়েছে। লিবিয়ার দাবি মোতাবেক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’

এর আগেও ন্যাটোর  বিরুদ্ধে ভুল নিশানায় ক্ষেপনাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল।

ন্যাটোর উইং কমান্ডার মাইক ব্র্যাকেন একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘ন্যাটোর ক্ষেপনাস্ত্রে যে ভবনটি ধ্বংস হয়েছে বলে লিবিয়া কর্তৃপক্ষ দাবি করছে সেটার সঠিক অবস্থান সম্পর্কে এখনও জানা যায়নি। ন্যাটোর অভিযান চলাকালীন সময়ে কোনো বেসামরিক মানুষের মৃত্যুতে ন্যাটো আন্তরিকভাবে দুঃখিত। ’

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ১৯ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।