ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

আন্তর্জাতিক

হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি উ. কোরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি উ. কোরিয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: আকস্মিক এক ঘোষণায় হাউড্রোজেন বোমা পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া।

বুধবার (০৬ জানুয়ারি) এক ঘোষণায় দেশটি এ দাবি করে।

তবে এখনও নিশ্চিত নয় বিষয়টি। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের জন্মদিনের দু’দিন আগে ঘোষণাটি আসলো। আগামী শুক্রবার (০৮ জানুয়ারি) তার জন্মদিন।

উত্তর কোরিয়ার স্থানীয় একটি টেলিভিশনে এক খবরে জানানো হয়, প্রথমবারের মতো হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছি আমরা। পিয়ংইয়ং সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) পরীক্ষাটি চালানো হয়।

হাইড্রোজেন বা থার্মোনিউক্লিয়ার বোমা সাধারণ ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম বোমার (পারমাণবিক বোমা) চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে।

এর আগে গত ডিসেম্বর মাসে কিম জং-উন ঘোষণা দেন, পিয়ংইয়ং হাইড্রোজেন বোমা তৈরি করেছে। তবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো এ ঘোষণাকে তখন ‘গুজব’ বলে উড়িয়ে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, যদি বুধবারের ঘটনাটি সত্যি হয়ে থাকে, তাহলে একঘরে এই দেশটির ওপর আবারও নিষেধাজ্ঞার খাড়া নেমে আসতে চলেছে।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫/আপডেট: ১১৩০ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।