ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় ২ মাসে সহিংসতায় নিহত ১৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, জানুয়ারি ৮, ২০১৬
ইথিওপিয়ায় ২ মাসে সহিংসতায় নিহত ১৪০ ছবি: সংগৃহীত

ঢাকা: ইথিওপিয়ায় গত দু’মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ১৪০ জন নিহত হযেছে। আহত হয়েছে আরও কয়েকশ’ লোক।

রাজধানী আদ্দিস আবাবায় কৃষিজমি বাড়াতে সরকারি পরিকল্পনাকে কেন্দ্র করে এ সহিংসতা হয়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বরাত দিয়ে শুক্রবার (৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। এইচআরডব্লিউ বলছে, ২০০৫ সালে দেশটিতে জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতার পর এই প্রথম এতো বড় সংকট দেখা দিল।

এইচআরডব্লিউ’র কর্মকর্তা ফেলিক্স হর্নে সংবাদমাধ্যমকে বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে গত দু’মাসে অন্তত ১৪০ বিক্ষোভকারী নিহত হয়েছে। আহত হয়েছে অসংখ্য মানুষ। এক মাস আগে এ নিহতের সংখ্যা ছিল ৭৫।

এ বিষয়ে ইথিওপিয়ান সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে, সহিংসতায় ৫ জন নিহত হয়েছে বলে সম্প্রতি দাবি করে তারা।

এর আগে, ২০০৫ সালে নির্বাচন পরবর্তী সহিংসতায় আফ্রিকার দেশটিতে অন্তত দুইশ’ মানুষ নিহত হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।