ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের আলিগড় জংশনে প্লাটফর্মে ট্রেন উঠে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুন ২০, ২০১১
ভারতের আলিগড় জংশনে প্লাটফর্মে ট্রেন উঠে নিহত ৪

আলিগড়: ভারতের আলিগড় রেল জংশনে একটি মালবাহী ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্লাটফর্মে উঠে গেলে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে সাতজন।

হতাহতরা সবাই প্লাটফর্মে বসে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন।

রোববার রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, মালবাহী ট্রেনটি স্টেশনে ব্রেক করলে এর একটি বগির চাকা হঠাৎ করে প্লাটফর্মে উটে পড়ে। তখন প্লাটফর্মে অপেক্ষারত যাত্রীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দু’জন মারা যান। বাকি দু’জন হাসপাতালে মারা যান।

আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার ও সন্তানদের দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী।

দিল্লিতে তিনি বলেছেন, ‘নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং গুরুতর আহতদের ৫০ হাজার রুপি এবং অপেক্ষাকৃত কম আহতদের ১৫ হাজার রুপি করে দেওয়া হবে। ’

ভারতের রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।