ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা ২ ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০০, জানুয়ারি ৯, ২০১৬
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনা ২ ইন্দোনেশীয় নাগরিকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার সেলানগরে সড়ক দুর্ঘটনায় দুই ইন্দোনেশীয় যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৮জন।



শনিবার (০৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সেলানগর ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (অপারেশন) সহকারী পরিচালক সানি হারুল বলেন, ভোর সাড়ে ৩টার দিকে কুয়ালালামপুরের পাসের সেনি থেকে বোগান দাতুর দিকে যাচ্ছিল বাসটি। বাসের সব যাত্রীই ইন্দোনেশিয়ার নাগরিক।

জলান ক্লাং-তেলুক ইটান দিয়ে ৪৩ কিলোমিটার বেগে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশে একটি ড্রেনে পড়ে যায়। আর এতেই এ দুর্ঘটনা ঘটে।

পরে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তেনজাং কারাং ও সানগাই বুলু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।