ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জুন ২০, ২০১১
সিরিয়ার বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসাদ

দামেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশে সরকার বিরোধী সহিংসতার জন্য একটি ‘দাঙ্গাবাজ’ গ্রুপকে দায়ী করেছেন।

বিক্ষোভ চলার পর জাতির উদ্দেশে দেওয়া তৃতীয় টেলিভিশন ভাষণে বাশার বলেন, জনগণের দাবির কথা মাথায় রেখে সরকার সংস্কারের উদ্যোগ নিয়েছে।

কিন্তু একটি ক্ষুদ্র গোষ্ঠী জনগণের দাবির সঙ্গে প্রতারণা করে অহেতুক বিক্ষোভ করে যাচ্ছে।     

‘দাঙ্গাকারীদের’ উদ্দেশে সতর্কবাণী উচ্চারণ করে বাশার বলেন, যারা বিশ্বের সামনে সিরিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে তাদের ক্ষমা করা হবে না। ’

যেসব সিরীয় তুরস্কে পালিয়ে গেছেন তাদের দেশে ফিরে আসার অনুরোধ করে তিনি বলেন, ‘সংলাপের মাধ্যমেই সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব। ’

উল্লেখ্য, সম্প্রতি সেনা বাহিনীর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনরুদ্ধার অভিযানের শুরুর পর হাজার হাজার সিরীয় দেশটির উত্তর-পূর্বাঞ্চলে তুরস্ক সীমান্তে শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে।        

মানবাধিকার কর্মীরা বলছেন, সিরিয়াতে মার্চ থেকে এ পর্যন্ত চলা সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে ১ একহাজার ৩০০ বেসামরিক ব্যক্তির পাশাপাশি ৩০০ জন সেনা  প্রাণ হারিয়েছে।

দামাস্কাস বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের উদ্দেশে এক টেলিভিশন বক্তৃতায় নিহত বিক্ষোভকারীদের সমবেদনা জানিয়ে আসাদ বলেন, বিক্ষোভকারীরা নিহত হওয়ার ফলে জাতির অনেক ক্ষতি হয়েছে। ব্যক্তিগতভাবে তিনিও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে শোক প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।