ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামা বুধবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেবেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১১
ওবামা বুধবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেবেন

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামীকাল বুধবার আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমের কাছে এ মন্তব্য করে জানান, তবে হোয়াইট হাউস ওবামাকে এবিষয়ে কোনো সিদ্ধান্ত না জানাতে আহ্বান জানিয়েছে।

খবর জিনিউজের।

এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কার্নে সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্ট এখন তার সিদ্ধান্ত চূড়ান্ত করার পর্যায়ে রয়েছেন এবং তিনি আগামী জুলাই মাস থেকে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করা শুরু করা হবে বলে ঘোষণা দেবেন। ’

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রেসিডেন্ট এখন তার সিদ্ধান্ত চূড়ান্ত করছেন এবং খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন। ’

প্রসঙ্গত, আফগানিস্তানে বর্তমানে প্রায় ১ লাখ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।  

 

বাংলাদেশ সময় ১০৫৫ ঘন্টা, জুন ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।