ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩০, জানুয়ারি ১৩, ২০১৬
১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: ১০ মার্কিন নাবিককে আটক করেছে ইরান। উপসাগরীয় এলাকায় ইরানের জলরাশিতে দু’টো ছোট নৌকায় করে ঢুকে পড়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।



পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল নৌকাগুলো এবং আটকের পর তাদেরকে ইরানের ফারসি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। শিগগির নৌকা দু’টো ও এগুলোর ক্রুদের ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে তেহরান।

এদিকে, কর্তৃপক্ষের বরাত দিয়ে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, নাবিকরা ইরানের জলরাশিতে নাক গলিয়েছিল। তারা কিছু একটার সন্ধানে ছিল। আটককৃতদের মধ্যে নয়জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদেরকে ইরানের রেভোল্যুশনারি গার্ড সদস্যরা আটক করেছে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।