ঢাকা: পাঞ্জাবের পাঠানকোট বিমানঘাঁটিতে হামলার ঘটনায় জড়িত সন্দেহে জঙ্গি সংগঠন জেইশ-ই-মোহম্মদের তিন সদস্যকে আটক করেছে পাকিস্তান পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) তাদের আটক করা হয়।
তবে আটককৃতদের নাম-পরিচয় এখনও জানানো হয়নি।
গত ২ জানুয়ারি স্থানীয় সময় ভোররাত সাড়ে তিনটার (বাংলাদেশ সময় ভোররাত চারটা) দিকে একদল বন্দুকধারী পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায়। এ ঘটনায় সাত ভারতীয় সেনা নিহত হন।
ভারতের অভিযোগ জেইশ-ই-মোহম্মদ কর্মীরাই এ হামলা চালিয়েছে। চার সন্দেহভাজন পৃষ্ঠপোষকের নামও পাকিস্তানকে জানিয়েছে নয়াদিল্লি। এরা হলেন, জেইশ-ই-মোহম্মদের প্রধান মাওলানা মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আসগর, আশফাক আহমেদ, হাজি আব্দুল শাকুর ও কাশিম জান।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএইচ
** জেইশ-ই-মোহম্মদই হামলা চালিয়েছে পাঠানকোটে
** পাঠানকোট হামলায় জড়িতদের ধরতে পাকিস্তানে অভিযান!