ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাসী হামলায় জাকার্তায় মার্কিন দূতাবাস বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সন্ত্রাসী হামলায় জাকার্তায় মার্কিন দূতাবাস বন্ধ

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সন্ত্রাসী হামলার ঘটনায় সতর্কতার অংশ হিসেবে সেখানে মার্কিন দূতাবাস একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (১৫ জানুয়ারি) দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) জার্কাতায় সন্ত্রাসী হামলার ঘটনায় পাঁচ হামলাকারীসহ মোট সাতজন নিহত হয়েছেন। নিহত বাকি দু’জনের একজন ডাচ ও একজন ইন্দোনেশিয়ান নাগরিক। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সন্ত্রাসীরা অন্তত ৭টি বোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি স্টারবাকস কফি’র সামনে। এসময় পুলিশের সঙ্গে তাদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। বোমা হামলাগুলোর অন্তত তিনটি আত্মঘাতী বলে ধারণা করা হচ্ছে।

পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়ে একটি বিবৃতি দিয়েছে।

এদিকে, জাকার্তায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিজ নিজ দেশে বিশেষ সতর্কতা অবলম্বন করছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর কর্তৃপক্ষও।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
আরএইচ

** জাকার্তা হামলায় মালয়েশিয়া-সিঙ্গাপুরে নিরাপত্তা জোরদার
** জার্কাতায় সন্ত্রাসী হামলায় নিহত ৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।