ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
ইন্দোনেশিয়ায় ৫.৫ মাত্রার ভূমিকম্প

ঢাকা: ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৫।



রোববার (১৭ জানুয়ারি) ভোর ৫টা ২২ মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় দেশটির দক্ষিণ দক্ষিণ-পূর্ব প্রদেশের কাছে থেকে ৬৮ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।

ভূমিকম্পে স্থানীয় ও আশপাশের সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে হতাহতের কোনো খবর এখনও মেলেনি।

ইন্দোনেশিয়া ভূমিকম্প প্রবণ দেশ। প্রশান্তমহাসাগরীয় অগ্নি বলয়ের মধ্যে এই দেশটির অবস্থান। তবে এ মুহূর্তে সুনামির আশংকা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার মেটেরোলজি অ্যান্ড জিওফিজিক্স এজেন্সি।

বাংলাদেশ সময়: ০৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।