ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি সম্পৃক্ততার দায়ে পাকিস্তানি সেনা কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জুন ২১, ২০১১
জঙ্গি সম্পৃক্ততার দায়ে পাকিস্তানি সেনা কর্মকর্তা আটক

ইসলামাবাদ: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার দায়ে পাকিস্তানি এক সেনা কর্মকর্তাকে আটক করেছে সেদেশের সেনাকর্তৃপক্ষ।

বিগ্রেডিয়ার আলী খান নামের এই সেনাকর্মকর্তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে সে দেশের সেনা কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ আরও জানায়, ‘বিগ্রেডিয়ার আলী খানকে পাকিস্তানের সেনা গোয়েন্দা কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে। ’

চলতি বছরে পাকিস্তান জঙ্গি তৎপরতা এবং বিধ্বংসী কাজে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকটি দলকে নিষিদ্ধ ঘোষণা করে।

পাকিস্তান সেনাবহিনীর মেজর জেনারেল আতাহার আব্বাস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে বলেন, ‘হ্যা, এটা সঠিক যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে যোগাযোগ রাখার অভিযোগে বিগ্রেডিয়ার আলী খানকে আটক করা হয়েছে। ’

আলী খানকে কোন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাথে যোগাযোগ রাখার কারণে আটক করা হয়েছে বা তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ আছে কিনা সে বিষয়ে আতাহার আব্বাস বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

তবে তিনি বলেন,‘বিগ্রেডিয়ার আলী খান সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান এই মুহুর্তে তদন্তের অগ্রগতিকে বাধাগ্রস্থ করবে। ’

পাকিস্তান সেনাবাহিনীতে আলী খানের রেকর্ড বেশ ভালো। তার পূর্ববর্তী তিন পুরুষও পাকিস্তান সেনাবাহিনীতে কাজ করতেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ২১ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।