ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আস্থা ভোটে জয় পেলেন গ্রিসের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ২২, ২০১১
আস্থা ভোটে জয় পেলেন গ্রিসের প্রধানমন্ত্রী

এথেন্স: গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু’র সরকার আস্থা ভোটে জয় পেয়েছে। তবে এ জন্য তার সরকারকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে।



আস্থা ভোটে পাপান্দ্রু’র সরকারের পক্ষে পড়েছে ১৫৫ জন ভোট দিয়েছে। মোট ৩০০ ভোটের মধ্যে বিরোধীরা পেয়েছে ১৪৩ ভোট। বাকি দুই সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

অর্থনৈতিক ধস কাটিয়ে উঠতে গ্রিস সরকারকে ১১ হাজার কোটি ইউরো সহায়তা দিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কিন্তু এর জন্য গ্রিসকে কঠিন শর্ত বেঁধে দেয় সংস্থা দুটি। এর মধ্যে আছে, সরকারি ব্যয় হ্রাস, কর বৃদ্ধি, আর্থিক সংস্কার ও সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারিকরণ।

আর এতে জনগণের তীব্র বিক্ষোভের মুখে পড়ে সরকার। এ বিষয়টিকে সামনে রেখে বিরোধী দল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে।

আস্থা ভোটে জয় পাওয়ার পর জর্জ পাপান্দ্রু এক ভাষণে জনগণের উদ্দেশে বলেন, ‘আমাদের সামনের পথ অনেক কঠিন। তবে আঁধারের পর আলো আসবেই। ’

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।