ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

সড়ক দুর্ঘটনায় বেন কার্সনের স্বেচ্ছাসেবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
সড়ক দুর্ঘটনায় বেন কার্সনের স্বেচ্ছাসেবক নিহত বাঁয়ে বেন কার্সন ও ডানে ব্রাডেন জপলিন

ঢাকা: আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা রিপাবলিকান নেতা বেন কার্সনের প্রচারণার সময় সড়ক দুর্ঘটনায় এক স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



মঙ্গলবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। সে সময় বেন কার্সন সাউথ ক্যারোলিনায় অবস্থান করছিলেন। খবর শুনে সঙ্গে সঙ্গে তিনি সে দিনের মতো প্রচারণা স্থগিত করে দেন।

নেবরাস্কার ওমাহার একটি হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন, ২৫ বছর বয়সী ব্রাডেন জপলিন মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই তাকেসহ আহত বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আইওয়ায় বেন কার্সনের প্রচারণার মুখপাত্র জ্যাসন ওসবোর্ন জানিয়েছেন, রিপাবলিকান এই নেতার তিন স্বেচ্ছাসেবক ও একজন বেতনভোগী কর্মীকে নিয়ে বরফে আচ্ছাদিত সড়ক ধরে যাচ্ছিল একটি ভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। ব্রাডেন জপলিনকে নেবরাস্কার ওমাহায় নিয়ে যাওয়া হলেও আহত বাকিদের আইওয়ার আটলান্টিকে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে কার্সন টুইটারে নিজের সঙ্গে ব্রাডেন জপলিনের একটি ছবি পোস্ট করে লিখেছেন, শান্তিতে ঘুমাও জপলিন। তোমার ও তোমার পরিবারের জন্য আমাদের প্রার্থনা।

জপলিনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে থাকা ডেমোক্রেট নেতা হিলারি ক্লিনটনও। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, এই মর্মান্তিক ঘটনায় আমি শোকাহত। ব্রাডেনের পরিবার ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।