ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে যাচ্ছেন ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ২২, ২০১১
আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে যাচ্ছেন ওবামা

কাবুল: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বিকেলে তিনি এ সংক্রান্ত ঘোষণা দিতে যাচ্ছেন।



মঙ্গলবার নিয়মিত ব্রিফিং সেশনে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জে কার্নি এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, ‘ওবামা কথা দিয়েছিলেন, ২০১১ সালের জুলাইয়ে সেনা প্রত্যাহার শুরু হবে। এ ঘোষণার মাধ্যমে তিনি তার কথা রাখতে যাচ্ছেন। ’

তিনি আরও বলেন, ‘এ ঘোষণার মাধ্যমে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু হবে যা ২০১৪ সাল নাগাদ আফগানিস্তানের নিজস্ব বাহিনীর কাছে নিরাপত্তা দায়িত্ব হস্তান্তর পরিকল্পনার অন্তর্গত। ’

কার্নি বলেন, ‘হোয়াইট হাউজ থেকে জাতির উদ্দেশে দেওয়া বুধবার স্থানীয় সময় রাত ৮টার  এ ভাষণে ওবামা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত তার কর্মকৌশল উপস্থাপন করবেন। ’

সংবাদ সম্মেলনে ওবামা সম্ভবত এ বছরের শেষ নাগাদ ১০ হাজার সেনা প্রত্যাহার এবং আগামী বছরে ২০ হাজারেরও বেশি সেনা প্রত্যাহার করা হবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময় ১৩৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।