ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সালেহকে দেশে ঢুকতে না দেওয়ার অঙ্গীকার বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুন ২২, ২০১১
সালেহকে দেশে ঢুকতে না দেওয়ার অঙ্গীকার বিদ্রোহীদের

সানা: দেশে ফিরছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। সৌদি চিকিৎসকরা তাকে সবুজ সংকেত দিয়েছেন।

চিকিৎসা শেষ করেই আগামী শুক্রবার প্রেসিডেন্ট দেশে ফিরে আসছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের সিনিয়র সহকারী আল সুফি।

প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে দেশে স্বাগত জানানো হবে বলে জানায় দেশটির ক্ষমতাসীন দল জেনারেল পিপলস কংগ্রেস।

অপরদিকে সরকার বিরোধী বিদ্রোহীরা প্রেসিডেন্টকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না এবং তার দেশে ফিরে আসার কথা গুজব ছাড়া আর কিছু নয় বলে জানায়।

বিরোধী হক গ্রুপের সদস্য হাসান জাইদ বলেন, ‘ক্ষমতাসীন দল মিথ্যা বলতে দক্ষ। তাদের কথাকে আমরা অতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছিনা। ’

এদিকে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ইয়েমেনের তাজ শহরে প্রতিরক্ষা বাহিনী এবং সশস্ত্র আদিবাসী যোদ্ধাদের মধ্যে মঙ্গলবার রাত থেকেই থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। শহরে অবস্থিত মুক্তি চত্বর থেকে আনুমানিক এক কিলোমিটার দূরে গুলির শব্দ শোনা গেছে।

তাজ আদিবাসী যোদ্ধাদের জন্য সরকার বিরোধী প্রতিবাদের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত হয়।

সালেহর সিনিয়র সহকারী জানান, ‘প্রেসিডেন্ট ফিরে আসবেন এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা আগেই বলেছি তিনি চিকিৎসার জন্য সাময়িকভাবে দেশ ত্যাগ করেছেন। সালেহ দেশে ফিরে আসবেন এবং নিজ হাতে নেতৃত্ব তুলে নেবেন। ’

উল্লেখ্য, চলতি মাসের গোড়ার দিকে বিদ্রোহী বাহিনীর রকেট হামলায় প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে আহত হন প্রেসিডেন্ট সালেহ। আহত হওয়ার একদিন পরেই তিনি স্বপরিবারে চিকিৎসার জন্য সৌদি আরব যান।

ইয়েমেনের প্রেসিডেন্ট ফিরে আসার খবর দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করলেও, প্রেসিডেন্টের সঙ্গে তার পরিবারও ফিরে আসছে কি না সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ২২ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।