ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে বিরোধী ৮ শিয়ার যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জুন ২২, ২০১১
বাহরাইনে বিরোধী ৮ শিয়ার যাবজ্জীবন কারাদণ্ড

মানামা: বাহরাইনে সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত থকার অভিযোগে বিরোধী ৮ শিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কর্তৃপক্ষ। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বুধবার এ তথ্য জানিয়েছে।



দেশটির বিশেষ নিরাপত্তা আদালতে নেওয়া ২১ জন বিরোধীর মধ্যে ওই ৮ জন শিয়া রয়েছেন। বাকিদের সর্বোচ্চ ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিশেষ আদালতের ওই রায় ঘোষণার পর শিয়ারা রাস্তা অবরোধ এবং বিক্ষোভ মিছিল করে।         

বাহরাইনে সাম্প্রতিক সংস্কার আন্দোলনে শিয়ারাই মূলত অগ্রণী ভূমিকা পালন করছে। দেশটি শিয়া সংখ্যাগরিষ্ঠ কিন্তু এর শাসন ক্ষমতায় আসীন সংখ্যালঘু সুন্নি বাদশাহ।

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ফেব্রুয়ারি এবং মার্চে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ফলে ১ জুন দেশটিতে চলমান গত কয়েক দশকের জরুরি অবস্থা প্রত্যাহার করে নেওয়া হয়।

সংবাদদাতারা বলছেন, বিরোধী শিয়াদের ওপর সরকারের এই দণ্ডাদেশ ক্ষুদ্র এই আরব দেশটিকে আরো অস্থিতিশীল করে তুলবে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা,  জুন ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।