ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক সীমান্তে সিরীয় সেনাবাহিনীর অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ২৩, ২০১১
তুরস্ক সীমান্তে সিরীয় সেনাবাহিনীর অভিযান

দামেস্ক: তুরস্ক সীমান্তে শরণার্থী শিবিরের কাছে অভিযান শুরু করেছে সিরীয় সরকারি সেনাবাহিনী। কয়েক হাজার শরণার্থী অধ্যুষিত এলাকার পাশেই এই সেনা সমাবেশ ঘটিয়েছে বলে জানায় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।



সীমান্তবর্তী গ্রাম খিরবাত আল জওজে স্নাইপার রাইফেল এবং ট্যাংক নিয়ে সরকারি বাহিনীকে দেখা গেছে। খিরবাত আল সওজ শরণার্থী শিবির পাশ্ববর্তী গ্রামগুলোর মধ্যে একটি।

সিরীয় সেনাবহিনীর এই অভিযানের ফলে কয়েকশ সিরীয় সীমান্ত অতিক্রম করে তুরস্কে চলে গেছে বলে জানায় একটি আন্তর্জাতিক গণমাধ্যম।

সিরিয়ার সরকার বিরোধী আন্দোলনে এ পর্যন্ত ১৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ২৩ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।