ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দেউলিয়া হওয়ার পথে সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১১

স্টকহোম: সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘সাব’ জানিয়েছে, কর্মচারীদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ তাদের নেই। এজন্য দাতাদের কাছ থেকে স্বল্প সময়ের জন্য অর্থ ধার করার চেষ্টা করছে তারা।


 
এ মাসের প্রথম দিকে কোম্পানিটি জানিয়েছিল, চীনের দুটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হয়েছে। যারা ওই কোম্পানিতে ২৪ কোটি ৫০ লাখ ইউরো বিনিয়োগ করবে।     

বিক্রয় এজেন্টদের গাড়ি সরবরাহ করতে না পারায় সুইডেনে কোম্পানিটির প্রধান কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, স্বল্প মেয়াদে ঋণ পেতে সুইডেনের অন্যান্য কোম্পানি এবং সাব আলোচনা চালিয়ে যাচ্ছে। অর্থ লগ্নিকারীসহ সাবের বিক্রয় এবং রিয়েল এস্টেটের ইজারা ফিরিয়ে নেওয়ার মাধ্যমে অর্থ সংগ্রহের চেষ্টা চলছে। তারপরও এটা নিশ্চিত নয়, অর্থ পেলেও সাব কর্মচারীদের বেতন দিতে সক্ষম হবে কি না।

গত বছর মার্কিন কোম্পানি জেনারেল মোটরসের কাছ থেকে ‘সুইডিশ অটোমোবাইল কোম্পানি’ যা আগে ‘স্পাইকার কারস’ নামে পরিচিত ছিল সাব তা কিনে নেয়। কোম্পানিটি নিজেকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

সাব আশা করছে চীনের দুটি কোম্পানির সঙ্গে সাময়িক ব্যাবসায়ীক চুক্তি তাদের অর্থনৈতিক ঘাটতি মেটাতে সাহায্য করবে।

উল্লেখ্য, গত বছরও কোম্পানিটি ৩০ হাজার গাড়ি বিক্রি করেছিল।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।