ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঝাড়খণ্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ঝাড়খণ্ডে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ পুলিশসহ নিহত ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে সন্দেহভাজন মাওবাদী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় পাঁচ পুলিশসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন বেসামরকি লোক।

এছাড়া আহত হয়েছেন আরও অন্তত আটজন।

বুধবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে ঝাড়খণ্ডে পালামাউ জেলার কালাপাহাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাতে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।

খবরে বলা হয়, ল্যান্ডমাইনের বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি উড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা এস এন প্রধান জানিয়েছেন, ঘটনাস্থলেই চার পুলিশের মৃত্যু হয়। আহতদের ডাল্টনগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে পরে রাতে হেলিকপ্টারযোগে রাঁচি নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।