ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৪ পাকিস্তানি মেজরকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুন ২৩, ২০১১

ইসলামাবাদ: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার সন্দেহে কর্মরত চারজন মেজরকে জিজ্ঞাসাবাদ করছে পাকিস্তান। পাকিস্তানি গণমাধ্যমে বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।


 
একজন ব্রিগেডিয়ারকে দু’দিন আগে গ্রেপ্তারের পর এই চার কর্মকর্তাকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। পাকিস্তানের পত্রিকা দৈনিক ডনে বলা হয়েছে, হিজব-উত-তাহরিরের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই চার মেজরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) জনসংযোগে শাখার মহা পরিচালক  মেজর জেনারেল আতহার আব্বাস পাকিস্তান ব্রডকাস্টিং কর্পোরেশনকে জানান, আরো চার কর্মকর্তাকে হিজব-উত-তাহরিরের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার ব্রিগেডিয়ার আতাহার আলী খানকে হিজব-উত-তাহরিরের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। সাম্প্রতিক সময়ে আতাহার আলী খান জঙ্গি সম্পৃক্তার দায়ে গ্রেপ্তার হওয়া সর্বোচ্চ পদের সেনা কর্মকর্তা।    

জেনারেল আব্বাস ডনকে জানান, চার কর্মকর্তাকে জেনারেলের প্রধান কার্যালয়ে পাঠানো হয়নি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, কোনো সেনা কর্মকর্তার জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকা পুরো জাতির জন্য ক্ষতিকর।  

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।