ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডায় তুষারধসে পাঁচজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কানাডায় তুষারধসে পাঁচজনের মৃত্যু

ঢাকা: কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় তুষারধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই তুষার সরানোর কাজ করছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।



প্রশান্ত মহাসাগরীয় সময় শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে (বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে তিনটা) ব্রিটিশ কলাম্বিয়ার রবসন উপত্যকা এলাকায় ম্যাকব্রিড গ্রামের কাছে মাউন্ট রেনশ এলাকায় এ ধসের ঘটনা ঘটে বলে রয়্যাল কানাডীয় মাউন্ট পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

মরদেহগুলো উদ্ধারের পাশাপাশি আর কেউ ঘটনাস্থলে নিখোঁজ রয়েছেন কি না, তারও অনুসন্ধান চলছে। দিনের বেলা উদ্ধার ও অনুসন্ধান কাজে কয়েকটি হেলিকপ্টার কাজে লাগানো হয়েছে। তবে রাত হয়ে গেলে হেলিকপ্টারগুলো প্রত্যাহার করে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।