ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে থাকতে হবে: হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১১
আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে থাকতে হবে: হিলারি

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, ‘পাকিস্তানকে অবশ্যই আফগানিস্তানের চলমান শান্তি প্রক্রিয়ার একটি অংশ হতে হবে। ’ বৃহস্পতিবার কংগ্রেসে বক্তব্য রাখার সময় এ কথা বলেন তিনি।



এ সময় হিলারি এও ঘোষণা দেন, আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আফগান, মার্কিন ও পাকিস্তানি জ্যেষ্ঠ কর্মকর্তারা আলোচনায় বসবেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে দুই ধাপে ৩৩ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর হিলারি পাকিস্তানের প্রতি এ আহ্বান জানালেন।

তবে বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এ প্রক্রিয়ায় ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান যদি তার সীমান্ত অঞ্চলে সন্ত্রাস দমনে সম্পূর্ণ সহযোগিতা করতে ব্যর্থ হয় তাহলেও আফগানিস্তান যুদ্ধে সফলতা সম্ভব। ’

সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটিতে উদ্বোধনী বক্তব্যে হিলারি জানান, আফগানিস্তান শান্তি  প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানকেও যুক্ত করতে চায়।

তিনি আরও জানান, আফগান যুদ্ধের রাজনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মার্ক গ্রসম্যান কূটনৈতিক তদবিরে নেতৃত্ব দেবেন।

শান্তি প্রক্রিয়া নিয়ে আফগানিস্তান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তান আগামী সপ্তাহে এবং পরবর্তী সপ্তাহে দুটি বৈঠকে বসবে। তবে কোথায় বৈঠকটি হবে সে ব্যাপারে কোনো তথ্য দেননি হিলারি।

তবে মার্কিন কূটনৈতিক সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকটি ২৭ জুন কাবুলে অনুষ্ঠিত হবে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন গ্রসম্যান।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।