ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নিয়মিত গোপন আলোচনায় বসছে লিবিয়ার বিদ্রোহীরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ২৪, ২০১১
নিয়মিত গোপন আলোচনায় বসছে লিবিয়ার বিদ্রোহীরা

বেনগাজি: লিবিয়ার পূর্বাঞ্চলের বিদ্রোহীরা ত্রিপোলিতে কর্নেল গাদ্দাফির বিরোধী একটি গোপন নেটওয়ার্কের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বিদ্রোহীদের গঠিত জাতীয় অন্তর্বর্তী পরিষদের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।



বেনগাজিতে ওই সদস্য জানান, গাদ্দাফি সরকারের পতন ঘটাতে তারা ওই নেটওয়ার্কের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, তাদের এ আলোচনা ইন্টারনেটের স্কাইপি এবং স্যাটেলাইট ফোনের মাধ্যমে চলছে। গাদ্দাফির গোয়েন্দা বাহিনীর চোখ এড়াতে এই পদ্ধতিকে তারা নিরাপদ মনে করছে।

তাদের বিশ্বাস, গাদ্দাফি বাহিনী তাদের ওপর নজরদারি করছে। কিন্তু এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।

এর মাধ্যমে বিদ্রোহীরা ন্যাটোবাহিনীর হামলার ব্যাপ্তি ও ত্রিপোলিতে তাদের ভেঙে পড়া মনোবল যাচাই করতে চাচ্ছে।

দ্বিতীয়ত গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে তাদের সাধারণ কৌশলের অংশ হিসেবে তারা ত্রিপোলিতে এই গোপন বিদ্রোহী গ্রুপের সঙ্গে আলোচনা করছে। ত্রিপোলির রাজপথে বড় ধরনের আন্দোলনের পরিকল্পনাও আঁটছে তারা।

আলোচনায় অংশ নেওয়া জাতীয় অন্তর্বর্তী পরিষদের পাঁচ সদস্যকে বিদ্রোহীরা ‘ত্রিপোলি ফাইভ’ নামে উল্লেখ করেছে। এরা প্রতি রাতে এক ঘণ্টা করে ত্রিপোলিতে ওই বিশেষ গ্রুপটির শতাধিক সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বলে তারা জানান।

জাতীয় অন্তর্বর্তী পরিষদের সদস্য আলামিন বেলহাজ বলেন, ‘এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা সমাজের সব শ্রেণীর মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তারা আমাদের জানাচ্ছেন, তাদের বন্ধুরা বর্তমান পরিস্থিতি নিয়ে কী ভাবছেন। মসজিদে এবং রাজপথে মানুষ কী বলছে। ’

বেলহাজ গাদ্দাফির গত ৩০ বছরের শাসনামলে গোপনে বিরোধী মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত ছিলেন। এখন তিনি বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।