ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে নিজ মেয়েকে তিন বার বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, জুন ২৫, ২০১১
ভারতে নিজ মেয়েকে তিন বার বিক্রি

মিরাট: অর্থের জন্য মানুষ কতোটা নীচে নামতে পারে তার জলজ্যান্ত প্রমাণ ভারতের একটি পরিবার। অর্থের জন্য নিজের মেয়েকে তিনবার বিক্রি করতেও পিছপা হয়নি তারা।


 
মিরাটের ডিআইজি প্রকাশ বলেন, ‘মেয়েটির বয়স এখন ১৮। তার যখন ১৫ বছর বয়স তখন তার মা, মামা এবং দাদু মিলে প্রথমবারের মতো অমিত নামের এক ব্যাক্তির কাছে তাকে এক লাখ রুপিতে বিক্রি করে দেয়। সেখানে অমিতের সাথে তার বিয়ে হয়। ’

‘বিয়ের পাঁচ মাস পরে মেয়েটির পরিবার অমিতকে হুমকি দিতে শুরু করে। অমিত যৌতুক চেয়ে তাদের উত্যক্ত করছে আর তাই তারা পুলিশের শরণাপন্ন হবে এই ভয় দেখাতে শুরু করে তারা। হুমকি দেওয়ার একপর্যায়ে দেড় লাখ রুপিতে আপোস রফা করে মেয়েটির পরিবার মেয়েটিকে বাড়িতে ফিরিয়ে আনে। ’
 
‘কিন্তু একই কায়দায় ২০০৯ সালে মেয়েটিকে জোরকরে আবার বিয়ে দেয় তার পরিবার। এবার উত্তর প্রদেশের কাজমাবাদ গ্রামের বাসিন্দা ধীরাজ নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির সাথে বিয়ে দেয় তাকে। এখানেও একই কায়দায় ধীরাজকে হুমকি ধামকি দিতে শুরু করলে ৬০ হাজার রুপিতে মীমাংসা করে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে তারা। ’

‘মেয়েকে এভাবে বিক্রি করে অর্থ উপার্জনের সহজ রাস্তা বুঝতে পেরে যায় মেয়েটির পরিবার। তখন তাকে আবারও দেরাদুনের কিছু ব্যক্তির কাছে এক লাখ রুপিতে বিক্রি করে দেয়। ’

কিন্তু ২০ জুন মেয়েটি দেরাদুন থেকে পালিয়ে মিরাটে চলে আসে বলে জানান ডিআইজি প্রকাশ।

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ২৫ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।