ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে লোহার খনি ধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৫, ২০১১
চীনে লোহার খনি ধসে নিহত ৮

ফুজিয়ান: চীনের পূর্বাঞ্চলের ফুজিয়ান প্রদেশে একটি আকরিক লোহার খনি ধসে পড়ে ৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।



ইয়ংদিং কাউন্টির পিফেং শহর এলাকায় দুপুরে ভূমিধসের কারণে খনিটিও ধসে পড়ে বলে এক বিবৃতিতে জানিয়েছে কাউন্টি সরকার।

তারা আরও জানায়, ‘আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও তাদের মধ্যে দুই জনকে শনিবার সকালে হাসপাতাল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, খনিটিতে অবৈধভাবে খননকাজ চলছিল। ওই খনির তিন মালিক এখন পলাতক। তাদের পুলিশ খুঁজছে বলে জানানো হয়।

পুলিশ নিহতদের চিহ্নিত করতে পেরেছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে অধিকতর তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।