ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান-পাক-ইরান যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করবে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুন ২৫, ২০১১
আফগান-পাক-ইরান যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করবে

তেহরান: আফগানিস্তান, ইরান, পাকিস্তানের রাষ্ট্রপতিরা যৌথভাবে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে একমত হয়েছে। তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক সন্ত্রাস দমন বিষয়ক কনফারেন্সের শেষ দিন শনিবার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এ কথা জানিয়েছেন।



ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যৌথ বিবৃতিতে সন্ত্রাস মোকাবেলাসহ এ অঞ্চলে বিদেশি হস্তক্ষেপ এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সম্মত হয়েছেন।

তিন পক্ষই উগ্রপন্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূলে পারষ্পরিক সহযোগিতার অঙ্গীকার করেছে। পাশাপাশি শান্তিপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও এই অঞ্চলের জনগণের শান্তির জন্য ইসলাম বিরোধী কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ কঠোরভাবে দমন করার বিষয়ে জোর দিয়েছেন তারা।
 
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এক বিবৃতিতে জানায়, তিন দেশই এ বছরের শেষ দিকে ইরারেক রাজধানী বাগদাদে অনুষ্ঠিতব্য আগামী সম্মেলনের রোডম্যাপ বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র, পররাষ্ট্র, এবং অর্থমন্ত্রী পর্যায়ে নিয়মিতভাবে বৈঠক আয়োজনের ব্যাপারে একমত হয়েছে।
 
আফগানিস্তানের জাতীয় সংহতির ব্যাপারে ইরান, পাকিস্তান দু’দেশই তাদের সমর্থনের কথা জানায়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এর আগে শুক্রবার ত্রিপক্ষীয় বৈঠক করেন।

বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বিষয়ক দুই দিনব্যাপী একটি কনফারেন্স ইরানের রাজধানী তেহরানে শনিবার শেষ হয়েছে। কনফারেন্সে ইরান, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তানের প্রেসিডেন্টরাসহ বিশ্বের প্রায় ৬০টি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুন ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।