ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত শতাধিক ছবি: সংগৃহীত

ঢাকা: জার্মানির ব্যাভারিয়া রাজ্যে যাত্রীবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক।



স্থানীয় সময় মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৭টায় (বাংলাদেশ সময় বেলা ১২টা) মিউনিখ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্পা-টাউন বাদ আইব্লিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতদের হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। বাকিদের অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে খবরে।

এক টুইট বার্তায় জার্মান পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ৪০ জন গুরুতর আহত।

জার্মান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সংঘর্ষে একটি ট্রেন লাইন থেকে পড়ে গেছে। অপর ট্রেনটিরও কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
জেডএস/আরএইচ

** জার্মানিতে দুই ট্রেনের সংঘর্ষ, বহু ‘হতাহতের’ আশঙ্কা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।