ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনা ভিন্নমতাবলম্বী হু জিয়ার মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ২৬, ২০১১
চীনা ভিন্নমতাবলম্বী হু জিয়ার মুক্তি

বেইজিং: চীনা ভিন্নমতাবলম্বী হু জিয়া কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রোববার তাকে ছেড়ে দেওয়া হয় বলে হু‘র পরিবার জানিয়েছে।



সরকারের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে ২০০৮ সালে চীন সরকার তাকে আটক করে। সাড়ে তিন বছর সাজা ভোগ করার পর রোববার তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো।

একটি আন্তর্জাতিক গণমাধ্যমকর্মী জানান, ‘বেইজিংয়ে হু জিয়ার বাড়ির চারপাশে অনেক পুলিশ অবস্থান নিয়েছে। তার বাড়িতে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না। ’ হু জিয়াকে একপ্রকার গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানান তিনি।

গতসপ্তাহে চীনা শিল্পী আই ওয়েইওয়েইকে মুক্তি দেওয়ার পরপরই তড়িঘড়ি করে হু জিয়াকে মুক্তি দেওয়া হলো। আন্তর্জাতিক নানামুখী চাপের মুখে আইকে মুক্তি দেওয়া হয়। তবে চীন কর্তৃপক্ষ দাবি করছে, আই তার বিরুদ্ধে আনা কর ফাঁকির অভিযোগ স্বীকার করেছেন।

হু জিয়ার স্ত্রী জেং জিনজিয়ান টুইটারে দেওয়া এক বার্তায় তার স্বামীর মুক্তির খবরের সত্যতা স্বীকার করেছেন।

টুইটার বার্তায় জেং জিনজিয়ান আরও বলেন, ‘আমরা ভালো আছি। তার মুক্তিতে আমরা খুশি। কিছু সময়ের জন্য বিশ্রাম দরকার আমাদের। ’

তিনি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাতকার দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘এতে সমস্যা হতে পারে। ’

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শিল্পী আই ওয়েইওয়েইয়ের যেভাবে কণ্ঠরোধ করা হয়েছিল হু জিয়ার ক্ষেত্রেও ঠিক একই কৌশল নিয়েছে সরকার। তিনিও হয়ত গণমাধ্যমের সামনে আর কখনো কথা বলবেন না।

মুক্তির পর চীন সরকার হু জিয়ার ওপর নানা ধরনের বাধানিষেধ আরোপ করতে পারে বলে চীনের মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা করছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ২৬ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।