ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রীর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুন ২৬, ২০১১
মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রীর কারাদণ্ড

কায়রো: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মিশরের সাবেক বাণিজ্যমন্ত্রী রশীদ মোহাম্মদ রশীদকে পাঁচ বছরের কারাদ- দেওয়া হয়েছে। সেই সঙ্গে তার ১৬ লাখ ডলার অর্থদ-ও দিয়েছেন আদালত।

তবে শনিবার রায় ঘোষণার সময় রশীদ আদালতে উপস্থিত ছিলেন না।

রশীদ এ বছরের প্রথম দিকে মিশরে গণঅভ্যুত্থান শুরু হলে দেশ ছেড়ে পালিয়ে যান।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের শাসনামলে দায়িতরত মন্ত্রীদের মধ্যে অনেকেই এখন বিভিন্ন অভিযোগে কারাদ- ভোগ করছেন।  

উল্লেখ্য, হোসনি মোবারক ১৮ ফেব্রুয়ারি ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক অভিযোগে আদালতে মামলা চলছে।

মোবারক বর্তমানে পুলিশি হেফাজতে সামরিক হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নিচ্ছেন। কয়েক দিন আগে তার পাকস্থলির ক্যান্সার ধরা পড়েছে বলে জানা গেছে।

দুই ছেলে আলা এবং গামালসহ তাকে আগামী ৩ আগস্ট আদালতে হাজির করা হবে।

এ মাসের প্রথম দিকে মিশরের একটি আদালত সাবেক অর্থমন্ত্রী ইউসেফ বুত্রোস ঘালিকে দুর্নীতির অভিযোগে ৩০ বছরের কারাদ- দিয়েছেন। অবশ্য তিনিও পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।