ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় ন্যাটোর হামলায় ১৫ বেসামরিকের মৃত্যু: ন্যাটোর অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০১১
লিবিয়ায় ন্যাটোর হামলায় ১৫ বেসামরিকের মৃত্যু: ন্যাটোর অস্বীকার

ত্রিপোলি: লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ন্যাটোর বিমান হামলায় ১৫ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

শনিবার ন্যাটোর বিমান ত্রিপোলির পূর্বে অবস্থিত একটি রেস্টুরেন্ট এবং রুটির দোকানে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

যদিও ন্যাটো এ অভিযোগ অস্বীকার করেছে।

লিবিয়াতে ন্যাটোর চারমাসের অভিযানে এ পর্যন্ত ন্যাটো বাহিনীর হাতে অনেক বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। প্রতিবারের মতো এবারও ন্যাটো এই হতাহতের দায় অস্বীকার করল।
 
লিবিয়াতে ন্যাটো ঘোষিত অভিযানের সময়সীমা প্রাথমিকভাবে ছিল তিন মাস। পরবর্তীতে সরাসরি লক্ষ্য হিসেবে মুয়াম্মার গাদ্দাফিকে হত্যার জন্য অভিযানের সময়সীমা আরও তিনমাস বাড়ায় ন্যাটো।

লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে গাদ্দাফির অনুগত একজন সেনা কর্মকর্তা জানান, শনিবার ন্যাটোর যুদ্ধবিমানগুলো বেশকিছু বেসামরিক আবাসিক এলাকায় বোমা নিক্ষেপ করেছে। তেল সমৃদ্ধ ব্রেগা শহরে এবং একটি রেস্টুরেন্টেও তারা বিমান হামলা চালায়।

হামলায় ১৫ জন বেসামরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

এদিকে সরকারি গণমাধমের এ অভিযোগ অস্বীকার করে ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের যুদ্ধবিমান শনিবার ব্রেগা শহরের বেশকিছু জায়গায় হামলা চালিয়েছে। তবে কোনো বেসামরিক মানুষ নিহত হননি। ’

ন্যাটোর এক মুখপাত্র বলেন, ‘আমাদের যুদ্ধবিমানগুলো শত্রুকে ধ্বংস করতে হামলা চালায়। অপরাধীরা যদি কোনো জনবহুল ভবনের মধ্যে লুকিয়ে থাকে তাহলে তাকে হত্যা করতে কি ন্যাটো বিমান হামলা চালাবে না? আমরা কীভাবে জানবো যে, সেখানে বেসামরিক লোক আছে না বিদ্রোহীদের সমর্থকরা আছে?’

এদিকে গাদ্দাফি সরকারকে অচল করে দিতে তিউনিশিয়ার সীমান্তে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছে দেশটির সরকার বিরোধী বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।