ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্ক ও লেবানন সীমান্তে আরও সৈন্য পাঠাচ্ছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জুন ২৬, ২০১১
তুরস্ক ও লেবানন সীমান্তে আরও সৈন্য পাঠাচ্ছে সিরিয়া

দামেস্ক: বিদ্রোহীদের দমনে তুরস্ক ও লেবানন সীমান্তে আরও সেনা পাঠাচ্ছে সিরিয়া। এই সীমান্ত অঞ্চলে গত কয়েকদিন ধরে সরকারি বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে অব্যাহতভাবে সংঘর্ষের ঘটনা ঘটছে।



এ যাবত কয়েকশ‘ সিরীয় পার্শ্ববর্তী দেশ লেবাননে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়া অনেকে গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

গত শুক্রবার সীমান্তবর্তী গ্রামগুলোতে সিরীয় সেনাবহিনী ঘরে ঘরে অভিযান চালায়। এদিন এক শবযাত্রায় নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন মানুষ প্রাণহারিয়েছেন বলে জানা গেছে।
 
এদিকে সিরিয়ায় চলমান সমস্যা সমাধানে ভিন্নমতাবলম্বীরা আগামী সোমবার এক কনফারেন্সের আয়োজন করেছে।

গত তিনমাস ধরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়াতে আন্দোলন চলছে। এই সময়ের মধ্যে আন্দোলনকারীদের ওপর সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৩শ’রও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন বিদ্রোহীরা।
 
অবশ্য সরকারের দাবি, একদল সশস্ত্র সন্ত্রাসী এসব হত্যাকা- চালিয়েছে।
 
তুরস্ক সীমান্তের কাছে নাজিয়া গ্রামে এ মাসের গোড়ার দিকে সরকারি বাহিনী শক্তিবৃদ্ধির জন্য অধিক সেনা মোতায়েন করে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা থেকে জানানো হয়, ‘সরকারি বাহিনী সীমান্তবর্তী গ্রামগুলো থেকে গোলাগুলি ছাড়াই সফলভাবে অভিযান শেষ করেছে। ’

এ পর্যন্ত সিরিয়ায় সংঘটিত সংঘর্ষে প্রায় ১২ হাজার মানুষ নিজ বাসস্থান ছেড়ে তুরস্কে পালিয়ে আশ্রয় নিয়েছে। সরকারের আহ্বানের পরও তারা দেশে ফিরে আসছেন না।

চলমান সহিংসতা নিরসনে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত দেশ থেকে পালিয়ে বাঁচা মানুষরা ফিরে আসাটা নিরাপদ মনে করছে না।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ২৬ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।