ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সিরীয় বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা সিরীয় বিদ্রোহীদের ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে বিশ্বশক্তিগুলো একমত হলেও তা বিশ্বাস করতে পারছে না দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। বিশেষ করে তাদের সন্দেহের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।

আন্তর্জাতিক একটি সংবাদমাধ্যমকে তারা জানিয়েছেন, রাশিয়া বিমান হামলা বন্ধ করবে বলে তাদের বিশ্বাস হয় না। কাজেই লড়াই চালিয়ে যাবেন তারা।

সিরিয়ার প্রধান তিন বিদ্রোহী গোষ্ঠীর একটি ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, রুশদের আমরা কখনোই বিশ্বাস করি না।

অপর একটি বিদ্রোহী সংগঠন আহরার আল-শাম বলেছে, আসাদ সরকার যতোক্ষণ শেলিং বন্ধ না করবে, ততোক্ষণ লড়াই চালিয়ে যাবো আমরা।

আর ফয়লাক আল-শাম বলেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারনের আগ পর্যন্ত তারা হাতিয়ার জমা দেবে না।

ফয়লাক আল-শাম হলো সিরিয়ার সাত বিদ্রোহী সংগঠনের সমন্বয়ে গঠিত জোটের একটি অংশ, যারা দেশটির উত্তরাঞ্চলে সক্রিয়।

এদিকে, সিরিয়ার পুরো ভূখণ্ড পুনরুদ্ধারের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন, সিরিয়ার রাজনীতিতে আঞ্চলিক শক্তিগুলো জড়িত হয়ে পড়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলোকে পরাজিত করা সময় সাপেক্ষ হয়ে পড়েছে।

এ সময় তিনি শান্তি আলোচনাকে স্বাগত জানান, তবে একই সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেন। আসাদের মতে,  আলোচনা মানে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই থামিয়ে দেওয়া নয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।