ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাংবাদিক জ্যোতির্ময় হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১১
সাংবাদিক জ্যোতির্ময় হত্যাকাণ্ডের ঘটনায় ৭ জন গ্রেপ্তার

ঢাকা: ভারতের অপরাধবিষয়ক প্রখ্যাত প্রতিবেদক জ্যোতির্ময় দে হত্যা রহস্যের কিনারা করতে এক ধাপ এগিয়েছে মুম্বাই পুলিশ। এরই মধ্যে তারা সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন।



পুলিশ সূত্র জানায়, মনে হচ্ছে ভাড়াটে খুনিদের দিয়ে হত্যাকা-টি সংঘটিত হয়েছে। খুনিরা ছোটা রাজনের দলের সদস্য বলে সন্দেহ করছে পুলিশ।

৭০ জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই ও কর্ণাটক থেকে এ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১১ জুন মুম্বাইয়ে এক শপিং মলের সামনে মিড ডের সিনিয়র ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময়কে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১২৫৭, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।